অনলাইন ডেস্ক :
টাঙ্গাইলে যাত্রীবেশে ডাকাতি ও এক নারীকে দলবেঁধে ধর্ষণের মামলায় আরও দুইজনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হলো।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার শুক্রবার দুপুরে তার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, এর আগে গ্রেপ্তার রাজা মিয়ার দেওয়া তথ্যে আগের রাতে অভিযান চালিয়ে কালিয়াকৈর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেন তারা।
তারা হলেন- নূরুন্নবী (২৬) ও আব্দুল আউয়াল (৩০)।
যাত্রীবেশে কুষ্টিয়া থেকে ঢাকাগামী নাইট কোচে উঠে ডাকাত দল গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের মারধর ও তাদের সাথে থাকা জিনিসপত্র লুট করে। পরে বাসে থাকা এক নারীকে ধর্ষণ করে।
এ ঘটনায় বাসের যাত্রী হেকমত আলী বাদী হয়ে বুধবার রাতে টাঙ্গাইলের মধুপুর থানায় মামলা করেন।
অন্তঃজেলা ডাকাত দলের ১০ থেকে ১২ সদস্য টানা তিন ঘণ্টা বাসের নিয়ন্ত্রণ নিয়ে এমন ঘটনা ঘটায় বলে মামলায় অভিযোগ করা হয়।
এর আগে বৃহস্পতিবার অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলা শহর থেকে রাজা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ছিনতাই করা তিনটি মোবাইলও এ সময় উদ্ধার করা হয়।
বিকালে তাকে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, রাজা মিয়া টাঙ্গাইল-চন্দ্রা পথে চলাচলকারী ঝটিকা পরিবহনের বাসের চালক। টাঙ্গাইলের নাটিয়াপাড়া এলাকায় বাসটির মূল চালক মনিরুল ইসলাম মনিরকে সরিয়ে রাজা মিয়া বাসটির নিয়ন্ত্রণ নেন।
মনিরকে তখন বাসের পেছনে বেঁধে রাখা হয়। রাজা মিয়াই তিন ঘণ্টা ধরে টাঙ্গাইলের বিভিন্ন রাস্তায় বাসটি চালিয়েছেন।
এদিকে মেয়েটিকে উদ্ধার করে টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সূত্র : বিডিনিউজ