আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত সফরের পর তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা এলাকায় চীনের ২৭টি যুদ্ধবিমান উড়েছে বলে জানিয়েছে তাইপে। বুধবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইট বার্তায় একথা জানানো হয়।
বেইজিংয়ের ক্রমাগত হুমকি উপেক্ষা করে মঙ্গলবার তাইওয়ান সফর শুরু করেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। বুধবার তিনি তাইওয়ান ছেড়ে যান।
মার্কিন স্পিকারের এই সফরের তীব্র প্রতিক্রিয়া জানায় চীন। তাইওয়ান উপকূলে সামরিক মহড়া চালায় তারা। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে বর্তমান সংগ্রামে মার্কিন যুক্তরাষ্ট্র উস্কানিদাতা, চীন আক্রান্ত’।
তবে তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন বলেন দ্বীপের দুই কোটি ৩০ লাখ মানুষ ভীত নয়। তাইপেতে পেলোসির সঙ্গে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ইচ্ছাকৃতভাবে তীব্র সামরিক হুমকির মুখোমুখি হয়েও তাইওয়ান পিছু হটবে না। আমরা… গণতন্ত্রের প্রতিরক্ষার লাইন ধরে রাখবো’।
গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অবিচ্ছিন্ন অংশ বলে দাবি করে চীন। তারা তাইপেকে বিশ্ব মঞ্চকে বিচ্ছিন্ন রাখতে চায়। এছাড়া তাইপের সঙ্গে যেকোনও দেশের সরকারি যোগাযোগের বিরোধিতা করে।
বুধবার তাইওয়ান থেকে দক্ষিণ কোরিয়ায় গেছেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। এশিয়া সফরের অংশ হিসেবে সেখান থেকে তার জাপান যাওয়ার কথা রয়েছে।
সূত্র : এএফপি