অনলাইন ডেস্ক :
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জোবায়েদুল হক রাসেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বাউফল উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী ইব্রাহীম ফারুকের পক্ষে উঠান বৈঠকে ইভিএম-এ ভোট প্রদান সম্পর্কিত বিভ্রান্তমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তাকে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান স্বাক্ষরিত এ কারণ দর্শানো নোটিশটি মঙ্গলবার সকালে দেওয়া হয়েছে এবং নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। যার অনুলিপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক (বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক সম্পাদক (বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে দেওয়া হয়েছে।
সূত্র : সমকাল