মোঃ নাজমুল হুদা, লামাঃ
বান্দরবানের লামা উপজেলায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ কমসূচির আওতায় অসহায় দরিদ্র ও কমহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে দশ কেজি হারে লামা পৌরসভাসহ ও উপজেলার ৭ ইউনিয়নে ২১,৬৪৭ দুস্থ কাডের বিপরিতে ১৮৫.৬৬ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে।
সূত্রে জানায়, লামা পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৩০৮১ পরিবার ও ৭ ইউনিয়নের মাঝে যথাক্রমে লামা সদর ১৭৬০,গজালিয়াতে ২৪৫০,ফাঁসিয়াখালীতে ৫১০০,আজিজ নগর ২৩০০ পরিবার,ফাইতং ২৩০০,সরইতে ২৩০০ রুপসী পাড়া ইউনিয়নে ২৩৫৬ পরিবার ১০ কেজি করে দরিদ্র ও দুস্থ পরিবারে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে।
এক্ষেত্রে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লামায় পৌরসভা ৩০৮১ পরিবার চাল পেল প্রধানমন্ত্রী উপহার। বৃহস্পতিবার (৭ জুলাই,২২ ইং) সকালে লামা পৌর সভার প্রাঙ্গণে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এর লামা পিআইও অফিসেট আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সারা দেশে ১০ কেজি হারে ” বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) ” বিতরণ কর্মসূচীর আওতায় লামা পৌরসভায় ৩০৮১ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোস্তফা জাবেদ কায়সার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় লামা পৌর সভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম,ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও লামার ৭ ইউনিয়নেও পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।