সংবাদ বিজ্ঞপ্তি :
রামুতে সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪জুন) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন। তিনি বলেন, সুশিক্ষা অর্জনের মাধ্যমে সকল শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হতে হবে। সত্য বলা কঠিন, তবুও কঠিনকেই বরণ করে মিথ্যাকে বর্জন করতে পারলেই মানুষের মতো মানুষ হওয়া যায়।
সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কিশোর কুমার বড়ুয়া, জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম, রামু প্রেস ক্লাবের সভাপতি ও রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন, মনসুর আলী সিকদার
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসেম, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হায়দার।
আলোচনা সভা শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শফিকুর রহমান মোনাজাত পরিচালনা করেন।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আজিজুল হক, রাজমোহন বড়ুয়া, সহকারি শিক্ষক ছালেহা বেগম, জুলেখা বেগম, উমর ফারুক, মিজানুর রহমান, মুজিব উল্লাহ, শাহিনা আক্তার, মহি উদ্দিন, জুনাইদ বক্তব্য রাখেন।
শিক্ষকদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন সরকারি শিক্ষক মোমতাহিনা নাছরিন, বিদায়ী ভাষণ দেন শিক্ষার্থী আরাফাত হোসেন রানা এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থী নাছরিন জাহান রিয়া, আয়েশা আক্তার মানপত্র পাঠ করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষার্থীরা।