মোঃ নাজমুল হুদা, লামাঃ
” নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন ” শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের লামা অফিসের হলরুমে দিনব্যাপী কর্মশালায় অংশ নেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা জাবেদ কায়সার।
দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন, সহকারী তথ্য অফিসার লামা সার্কেল খন্দকার তৌহিদ, উন্নয়ন বোর্ডের প্রকল্প ব্যবস্থাপক একেএম রেজাউল হকসহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও অংশগ্রহণকারি।
কর্মশালায় করোনাকালীন সময়ে গর্ভকালীন মা ও শিশুর যত্ন এবং যৌতুক, বাল্যবিবাহ ও নারী-শিশু প্রতি সহিংসতা প্রতিরোধ,গুজব, সাম্প্রতিকদায়িকতা,শিশুর পানিতে ডোবা,শিশুর মানসিক ও শারীরিক বিকাশ, ইফটিজিং,মাদক ইত্যাদি টপিক নিয়ে বক্তরা বিস্তারিত আলোচনা করেন। সেক্ষেত্রে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।