নিজস্ব প্রতিবেদক, রামু :
‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ এ প্রতিপাদ্যে রামুতে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে এক সেমিনার আয়োজন করে, উপকূলীয় সহিষ্ণুতা ও পরিবেশ বান্ধব উন্নয়ন সংস্থা (ইডিসিআর) এবং গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট, কক্সবাজার।
রবিবার বিকাল সাড়ে ৪টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন, গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলার সহ-সভাপতি রাশেদ আলী খান। সাধারণ সম্পাদক কায়সার মাহমুদ এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সভা সঞ্চালনা করেন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ সেমিনারে বক্তব্য রাখেন, উপকূলীয় সহিষ্ণুতা ও পরিবেশ বান্ধব উন্নয়ন সংস্থার (ইডিসিআর) রামুর উপদেষ্টা সাংবাদিক খালেদ শহীদ, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন, গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট ঈদগাহ উপজেলার সভাপতি সেলিম ফরাজি, বিএনকেএস প্রকল্প পরিচালক সরোদ চাকমা প্রমুখ।শুভেচ্ছা বক্তৃতা করেন, ইডিসিআর রামু উপজেলার নির্বাহী সদস্য সাহেদ আলী অলিদ।
‘বিএনকেএস’ ও ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’ এর সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, সাইফুল ইসলাম।
সেমিনারে পরিবেশ রক্ষায় জনসাধারণের ভূমিকা নিয়ে আলোকপাত করে বক্তারা বলেন, বসবাসযোগ্য পৃথিবীর জন্য সুন্দর পরিবেশের গুরুত্ব অপরিসীম। আমরা সবাই পরিবেশের অংশ। পরিবেশকে আমাদের নিজ নিজ জায়গা থেকে সুন্দর না রাখি, তাহলে ভবিষ্যতে পৃথিবীতে আমাদের টিকে থাকা কষ্ট হয়ে যাবে।
রবিবার বিকাল ৪টায় রামু চৌমুহনীস্থ ইডিসিআর কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি রামু উপজেলা পরিষদ চত্ত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। র্যালীতে ইডিসিআর ও গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলার সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনতা অংশ নেয়। পরে র্যালীতে অংশগ্রহণকারীরা রামু উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবসের সেমিনারে যোগ দেন। সেমিনার শেষে রামু কেন্দ্রীয় শহীদ মিনারে শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়।