নিজস্ব প্রতিনিধি:
‘শিশুকে মায়ের দুধ খাওয়ানো : টেকসই উন্নয়নের অন্যতম চাবিকাঠি’ এ প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারের রামুতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-১৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ আগষ্ট) সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আবদুল মন্নানের নেতৃত্বে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) মিলনায়তনে তাঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আবদুল মান্নান বলেন, ‘শিশুদের স্বাভাবিক বৃদ্ধির জন্য মায়ের দুধ পান করানোর কোনো বিকল্প নেই এবং এর অপরিহার্য পুষ্টি শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।
তিনি আরো বলেন ‘৩১ শতাংশ নবজাতকের মৃত্যুরোধ করা যায়, যদি মায়েরা জন্মের এক ঘণ্টার মধ্যে তাদের শিশুকে বুকের দুধ পান করান। তিনি মায়ের বুকের দুধের উপকারিতা সম্পর্কে স্বাস্থ্যকর্মীদের সচেতনতামুলক স্বাস্থ্য বার্তা প্রচারের উপর গুরুত্বারোপ করেন।
এতে হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্বের ১৭০টি দেশের মতো এ বছরও বাংলাদেশে মায়ের দুধের উপকারী দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে।