অনলাইন ডেস্কঃ
কক্সবাজারে রাস্তার পাশ থেকে নিখোঁজ এক কিশোরীর চোখ উপড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আয়েশা খানম (১৫) পেকুয়া উপজেলার মগনামার ফতেহ আলী মায়েরপাড়ার জামাল উদ্দিনের মেয়ে। মগনামা মাঝিরপাড়া শাহ রশিদিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রী ছিল সে।
আয়েশার মা নাছিমা আকতার বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় আয়েশা। ছুটির পরও বাড়ি না ফেরায় তার খোঁজখবর নেন পরিবারের সদস্যরা। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে স্থানীয় লোকজন সড়কের পাশে আয়েশার লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়।
কে বা কারা তাকে হত্যা করতে পারে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু বলেননি।
আয়েশা বৃহস্পতিবার ক্লাসে উপস্থিত ছিল না বলে জানিয়েছেন আয়েশার মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নূর।
পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, “আয়েশাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
“বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া তার বাম কান কেটে ফেলা হয়েছে। চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে।”
পুলিশ নিহত ছাত্রীর পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে খুনি ধরার চেষ্টা চালাচ্ছে বলে জানান মিজানুর। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সূত্রঃ বিডিনিউজ