প্রেস বিজ্ঞপ্তি:
এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ-এডাব কক্সবাজার জেলা শাখার ত্রৈ-মাসিক সভা ১৪ জুলাই শহরের বাজারঘাটাস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মুক্তির প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকারের সঞ্চালনায় অনুষ্টিত হয়।
সভাপতির অনুমতিক্রমে সদস্য সচিব গত সভার কার্যবিবরণী পাঠ করে শুনান। সভায় সদস্য পদের জন্য আবেদিত তিনটি সংস্থাকে সদস্যপদ প্রদান করা হয়।
আগামী আগষ্ট মাসের মধ্যে উপজেলা পর্যায়ে জিও-এনজিও সম্পর্ক জোরদারকরণের নিমিত্তে তিনটি উপজেলা যথাক্রমে টেকনাফ, উখিয়া ও চকরিয়া উপজেলায় এনজিও সমম্বয় কমিটি (ইউ.এন.সি.সি) গঠণের সিদ্ধান্ত গৃহীত হয়।
কক্সবজার জেলায় চলতি মাসের শেষের দিকে প্রতিবন্ধী আইন বিষয়ক একটি সেমিনার আয়োজনের ব্যাপারে পরিকল্পনা হাতে নেয়া হয়।
সভায় দেশে বর্তমান চলমান সন্ত্রাস ও জঙ্গীবাদ উত্থানের ব্যপারে উদ্বেগ প্রকাশ করেন এবং এব্যাপারে সরকারের গৃহীত কর্মসুচির সাথে সংগতি রেখে জনসচেতনতা মূলক উঠান বৈঠক এবং স্কুল মাদ্রাসায় সচেতনতা সভাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিসিডিএফ এর নির্বাহী পরিচালক সুব্রত দত্ত, হেল্প কক্সবাজার এর নির্বাহী পরিচালক আবুল কাশেম, শেড প্রতিনিধি জিয়াউর রহমান, অর্ণব কক্সবাজার এর প্রধান নির্বাহী নুরুল আজিম, জাগো নারী উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সুব্রত লাল বড়ুয়া, নোঙর এর সমন্বয়কারী বিজন চন্দ্র মন্ডল,ইপসার জেলা প্রতিনিধি মোহাম্মদ হারুন প্রমুখ।