ডেস্ক রিপোর্ট:
দেশের যেকোনো জাতীয় সংকট, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী-জঙ্গিবাদী কর্মকাণ্ড মোকাবিলায় জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।
সোমবার জাতীয় প্রেসক্লাবে গুলশান হামলার প্রতিবাদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
জঙ্গিবাদের বিরুদ্ধে দাঁড়াতে চায় এমন সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তি নিয়ে জাতীয় সম্মেলন ডাকার আহ্বান জানান।
তিনি জানান, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে শক্তি প্রয়োগ করেই জঙ্গিবাদ দমন করা যাবে না। জঙ্গিবাদ থেকে জাতিকে মুক্ত করতে হলে প্রয়োজন ‘লৌহ কঠিন’ জাতীয় ঐক্য।
সংবাদ সম্মেলনে জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতনসহ অন্যান্য নেতারা ছিলেন।