কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের পুণ্যদান
নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়া উপজেলার ভালুকিয়া পালং নিবাসী প্রয়াত কালাচাঁদ সিকদারের পুত্র, প্রয়াত রাধাকান্ত শিকদারের ৪র্থ পুত্র, বাবু কিরণ বিকাশ বড়ুয়া (সিকদার) পরলোক গমন করেছেন।
তিনি গতকাল ২৬ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বরেণ্য এ শিক্ষক সর্বশেষ ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। তাঁর সবথেকে গর্বের পরিচয় হলো তিনি ৭১ একাত্তরের একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুজিবসেনানী।
সাংসারিক তথা পারিবারিক জীবনেও তিনি একজন সফল ব্যক্তিত্ব।
গুণী এ শিক্ষকের প্রয়াণে বৌদ্ধ সমাজ মূলত একজন আলোকিত অভিভাবক কে হারালেন। রাষ্ট্র হারালো একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাকে।
বীর মুক্তিযোদ্ধা, সফল পিতা, যোগ্য স্বামী, গুণী এ শিক্ষকের প্রয়াণে আমরা কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ গভীরভাবে মর্মাহত। আমরা প্রয়াতের পারলৌকিক সদগতি কামনায় পুণ্যরাশি দান করছি। একইসাথে প্রিয়জনহারা তাঁর বেদনাগ্রস্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।