অনলাইন ডেস্কঃ
দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে বিএনপি।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই ব্রিফ অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দুর্নীতি মামলায় দণ্ড পেয়ে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে নিয়মিতই তার বিষয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করে আসছে বিএনপি।
কূটনীতিকদের ব্রিফিংয়ের বিষয়ে জানতে চাইলে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জাগো নিউজকে বলেন, ‘হতে পারে সম্ভবত, আমরা জানা নেই। আমি ঢাকার বাইরে।’
সূত্রঃ জাগোনিউজ