নিউজ ডেস্ক:
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রোজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বৈসাবি শোভাযাত্রা ও জলে পুষ্পাঞ্জলি ভাসানো উৎসবের উদ্বোধনকালে মন্ত্রী একথা বলেন।
এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘বৈশাখ, সাংগ্রাই ও বিজু; এ তিনের সমন্বয়ে বৈসাবি উৎসব এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। জাত-পাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজনীন এ উৎসব সকলের প্রাণে আনন্দ সঞ্চার করে চলেছে।’
হাসানুল হক ইনু আরও বলেন, ‘জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও কুসংস্কারের বিরুদ্ধে বৈসাবি এক মূর্ত প্রতিবাদ।’
মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বৈসাবি শোভাযাত্রা শুরু করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে সেখানকার সংসদ ভবন ঘিরে রাখা জলাধারে পুষ্পাঞ্জলি ভাসিয়ে দেওয়ার মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নূরুল আমীন ও মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলা ট্রিবিউন