খালেদ হোসেন টাপু,রামু:
কক্সবাজারের রামু উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ শাজাহান আলী।
সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোং, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আবদুল মন্নান, উপজেলা প্রকৌশলী এল.জি.ই.ডি মোঃ জাকির হাসান, ফতেখাঁরকুল চেয়ারম্যান ফরিদুল আলম, চাকমারকুল চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম, খুনিয়া পালং চেয়ারম্যান আবদুল মাবুদ, ইদগড় চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, আবাসিক প্রকৌশলী নুরুল আলম ভূইয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুপেন চাকমা, সমবায় কর্মকর্তা সেলিম উল্লাহ, মৎস্য কর্মকর্তা সুজাত কুমান চৌধুরী, নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম, জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, রাজারকুল চেয়ারম্যান মুফিজুর রহমান, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ, রশিদ নগরের চেয়ারম্যান এম.ডি শাহ আলম, রাবার বাগান ম্যানেজার মোঃ ওয়াহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু নোমান মোহাম্মদ আবদুল্লাহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইয়াছিন আরফাত, ইউএসএসও মুজাহিদুল ইসলাম, ইউএসইও মোঃ আরিফুল্লাহ, সূর্যের হাসির ম্যানেজার খন্দকার দেলোয়ার হোসেন প্রমূখ।
সভার সভাপতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, সরকার মধ্যম আয়ের এবং উন্নত দেশে পরিণত করতে কাজ করছে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যেক এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। তারই ধারাবাহিকতায় রামু উপজেলার প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের কাজ বাস্তবায়িত হয়েছে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এলাকার উন্নয়ন কর্যক্রমকে গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
রামুতে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। পাশে উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ শাজাহান আলী।